নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট স্কলার্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মামুন রশিদের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। প্রধান আলোচক ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, দূর্গাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ, উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, মাস্টার আলী আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন, মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আব্দুল করিম, সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, শিক্ষানুরাগী জাকারিয়া আলম জামিল, শহিদুল ছিদ্দিকী। বক্তব্য রাখেন স্কুলের ক্রীড়া শিক্ষক সোহেব আহমদ, সহকারি শিক্ষক শাহিনা বেগম প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়