কানাইঘাট নিউজ ডেস্ক:
নবগঠিত কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান,ইউএসএ-এর এক সাধারণ সভা আগামী ১৮মার্চ ২০১৮ ইং রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় কাবাব হাউস এণ্ড মৌচাক সুইটস,১১৪০৫ কোনান্ট এভিনিউ, হ্যামট্রামিক-এ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সমিতির সংবিধানের চূড়ান্ত অনুমোদন, কার্যকরী পরিষদ গঠণ ও অন্যান্য বিষয়াদি আলোচনা করা হবে।
উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে বসবাসরত কানাইঘাট উপজেলাবাসীদের উদ্যোগে বিগত ২০১৭ সালের নভেম্বরে উক্ত সমিতি প্রতিষ্ঠা করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটিকে সংগঠন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। এডহক কমিটির সদস্যবৃন্দ হলেনঃ আহবায়ক - খাজা শাহাব আহমদ, যুগ্ন আহবায়ক- শরীফ উদ্দিন আহমদ, সদস্য সচিব- ফয়জুর রহমান, সদস্য- নুরুল আম্বিয়া, নাজমুল ইসলাম, কয়েস আহমদ ও ইকমাম আহমদ (শিব্বির)। ইতোপূর্বে খসড়া সংবিধান-এর উপর গত ১৪ জানুয়ারি ২০১৮ইং এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আগামি সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভায় মিশিগানে বসবাসরত সকল কানাইঘাটবাসী আমন্ত্রিত।
(বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়