নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে সাড়ে ৫ বছরের কন্যা শিশুর ধর্ষনকারী বড়চতুল ইউ.পির রায়পুর গ্রামের গ্রেপ্তারকৃত রিক্সা চালক মন্তাজ আলী (৩৫) নিজের অপরাধ স্বীকার করে বৃহস্পতিবার সিলেটের নিম্ন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। আদালতের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে সে কি ভাবে শিশুটিকে ধর্ষণ করেছে তার বিস্তারিত জানিয়েছে বলে থানার ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া ও মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই বশির আহমদ জানান। জবানবন্দি শেষে শিশু ধর্ষনকারী নরপশু মন্তাজ আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং-১৮ তাং- ২২/০৩/১৮। বর্তমানে শিশুটি গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
প্রসঙ্গত যে, গত বুধবার বিকেল ৪টার দিকে নিজ বসত ঘরে নিয়ে পার্শবর্তী বাড়ীর সাড়ে ৫ বছরের এ শিশুকে ধর্ষণ করে নরপশু মন্তাজ আলী। ধর্ষনের পর সে আত্মগোপন করলে খবর পেয়ে থানা পুলিশের এসআই বশির আহমদ তাকে স্থানীয় বড়চতুল ঈদগাহ বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। মন্তাজ আলী দুই সন্তানের জনক। সে তার স্ত্রীকে ৬ মাস পূর্বে তালাক প্রদান করে। ডিভোর্স প্রাপ্ত স্ত্রী সন্তানদের নিয়ে পিত্রালয়ে থাকেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়