Wednesday, March 14

ইউএস-বাংলা দুর্ঘটনা: বৃহস্পতিবার সারাদেশে শোক

9.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক:
 :
নেপালে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল সারাদেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে তার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান।

তিনি বলেন, 'বৃহস্পতিবার সারাদেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।'

এদিকে নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ এখনও দেখার সুযোগ পাননি বাংলাদেশ থেকে কাঠমাণ্ডু যাওয়া স্বজনরা। তবে আজ সকালে নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ সেত্রির সাথে জরুরি বৈঠক শেষে বাংলাদেশের বিমানমন্ত্রী শাজাহান কামাল জানিয়েছেন, ময়নাতদন্ত শেষ হলেই নিহত ছাব্বিশ বাংলাদেশির মরদেহ দেশে নেয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়