নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ভাগ্নার দা'র কোপে মারাত্মক আহত মামা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তার নাম নাজিম উদ্দিন (৩৮)। তিনি উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর রতনপুর গ্রামের মৃত ফয়জুল হকে পুত্র।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বড়চতুল ইউনিয়নের চতুল বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীদের কাছ থেকে জানা যায়, নাজিম উদ্দিন রাত ৮ টার দিকে চতুল বাজারে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা তার অাপন ভাগ্না, একই গ্রামের হরুহনার পুত্র অালমাছ উদ্দিন তার উপর ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। দা'র কোপে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন নাজিম উদ্দিন।
পরে স্থানীয় লোকজন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দি কে তিনি মৃত্যুবরণ করেন।
হামলার কারণ জানা যায়নি। তবে ভাগ্না মানসিক সমস্যায় ভূগছিলেন বলে জানিয়েছেন কয়েকজন এলকাবাসী।
ঘটনার পরপরই অালমাছকে কানাইঘাট থানা পুলিশ অাটক করেছে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়