নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা দিবসের মাসে কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৫লক্ষ টাকা ব্যায়ে দৃষ্টি নন্দন শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে নির্মানাধীন এ শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন এলাকার সর্বস্তরের মানুষ। শুক্রবার স্কুল প্রাঙ্গণে নির্মিত দৃষ্টি নন্দন শহীদ মিনারে নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন, কানাইঘাট দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আ.লীগ নেতা আলী হোসেন কাজল, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সমাজ সেবক জয়নাল আবেদীন চৌধুরী প্রমুখ।
ইউ.পি চেয়ারম্যান আলী হোসেন কাজল জানান আধুনিক ডিজাইনে এ শহীদ মিনার নির্মাণ করতে যত টাকার প্রয়োজন তা লাগানো হবে। এলাকায় ছাত্র-জনতা, মুক্তিযোদ্ধের চেতনাকে ধারন করে শহীদদের প্রতি সকল জাতীয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। শহীদ মিনার নির্মাণে বড় ধরনের আর্থিক অনুদান প্রদান করায় জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের প্রতি তিনি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইউ.পি চেয়ারম্যান আলী হোসেন কাজল জানান আধুনিক ডিজাইনে এ শহীদ মিনার নির্মাণ করতে যত টাকার প্রয়োজন তা লাগানো হবে। এলাকায় ছাত্র-জনতা, মুক্তিযোদ্ধের চেতনাকে ধারন করে শহীদদের প্রতি সকল জাতীয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। শহীদ মিনার নির্মাণে বড় ধরনের আর্থিক অনুদান প্রদান করায় জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের প্রতি তিনি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়