Monday, March 12

নেপালে ইউ-এস বাংলার বিমান দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

pori-moni-daily-sun_7.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকেলে আলাদা শোক বার্তায় তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে নেপালে ইউএস বাংলার BS-211 বিমান বিধ্বস্ত ঘটনায় তথ্য পেতে হট লাইন চালু করেছে নেপালের বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই তথ্য দেন। ফোন নাম্বার দুটি হলো +9779810100401, +9779861467422। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম জানান, দূতাবাসের সকল কর্মকর্তারা হাসপাতাল ও বিমানবন্দরে আছেন।

বিধ্বস্ত ইউএস বাংলা এয়ার লাইন্সের ৭৮ আসনের বিমানটিতে যাত্রী ছিলেন ৬৭ জন। এরই মধ্যে ৩২ জন বাংলাদেশের নাগরিক এবং ৩৩ জন নেপালের নাগরিক এবং ১ জন চীন ও ১ জন মালদ্বীপের নাগরিক ছিলেন। উদ্ধার কাজ চালাচ্ছে নেপালের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।

এদের মধ্যে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয় নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরেশ আচার্য’র তরফ থেকে। তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়