নিজস্ব প্রতিবেদক:
“সময় এখন নারীর- উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবনের ধারা” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও সূচনা প্রকল্প এফআইভিডিবি’র সহযোগিতায় ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রশসান চত্তরে নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় নারী উন্নয়ন মেলার ষ্টলের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। তারা মেলায় অংশ গ্রহনে কয়েকটি ষ্টল ও মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষিত নারীদের তৈরী করা হস্ত শিল্পের নকশি কাঁথা, ক্রিষ্টাল ও পুথির পাথর দিয়ে তৈরীকৃত বাহারী রকমের পূণ্য সামগ্রী দেখে প্রসংশা করেন। এ সময় উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরামের সভা নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, এসিল্যান্ড লুসিকান্ত হাজং, বানীগ্রাম ইউ.পি চেয়ারম্যান মাসুদ আহমদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পি চেয়ারম্যান ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, ঝিংগাবাড়ী ইউ.পি চেয়ারম্যান আব্বাস উদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নারী নেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কবির আহমদ, সূচনা প্রকল্পের উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর জালাল উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী নারী উন্নয়ন মেলার ষ্টল ঘুরে দেখেন সাতবাক ইউ.পি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, পৌর আ.লীগের আহবায়ক জামাল উদ্দিন, ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন, সাংবাদিক আব্দুন নূর,কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ সহ সর্বস্তরের মানুষ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়