Saturday, March 10

কানাইঘাটের এবাদ স্যার আর নেই ! বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ এবাদুর রহমান এবাদ স্যার আর নেই। অত্যন্ত সৎ ও আদর্শবান এশিক্ষক গত শুক্রবার রাত ১টার দিকে তার নিজ বাড়ি কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবাদুর রহমান স্যারের জানাজার নামাজ শনিবার বাদ যোহর শিবনগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্যারের হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দসহ সর্বস্তরের মানুষ শরীক হন। পরে তার লাশ গ্রামের গুরুস্থানে দাফন করা হয়। এবাদ স্যার দীর্ঘ ৩৫ বৎসর কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে উক্ত স্কুল থেকে তিনি চাকুরী থেকে কয়েক বছর পূর্বে অবসর গ্রহণ করেন। একজন নিষ্ঠাবান শিক্ষক হিসাবে এবাদুর রহমান স্যার সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত সাদা-সিদা জীবন যাপন করতেন। দীর্ঘ ৩৫ বৎসর শিক্ষকতার জীবনে স্যারের হাতে গড়া শত শত শিক্ষার্থীরা আজ নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবাদ স্যারের মৃত্যুতে তার হাতে গড়া শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কানাইঘাটের একজন আদর্শবান শিক্ষকের প্রতিকৃতি ছিলেন তিনি। এদিকে এবাদুর রহমান স্যারের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, বর্তমান মেয়র নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর,কানাইঘাট উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মো:মহিউদ্দিন,সাবেক মেয়র প্রার্থী জামায়াত নেতা এ্যাডভোকেট এ.কে এম ওলিউল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ সহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়