Saturday, March 24

কানাইঘাটে যক্ষ্মা দিবসে র‌্যালি-সভা

নিজস্ব প্রতিবেদক:
'নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে' এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কানাইঘাটে বিশ্ব যক্ষ্মা দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও নতুন দিন সীমান্তিক ও হিড বাংলাদেশের সহযোগিতায় যক্ষ্মা দিবসের র‌্যালি পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পঃ পঃ কর্মকতা হাসানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, স্বাস্থ্য পরিদর্শক ইয়াজুল আমিন, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, , নতুন দিন সীমান্তিকের জেলা টিম লিটার মোঃ আব্দুল হামিদ, এফএস মোঃ কামরুজ্জামান, সহকারী একাউন্ট অফিসার মোঃ সিরাজ উদ্দিন, সিএম মোঃ এবাদুর রহমান, সিএম কনিকা বিশ্বাস, মোঃ মানিক মিয়া, হিড কানাইঘাট অফিসের মাঠ কর্মকর্তা বশির উদ্দিন, জনি চন্দ্র প্রমুখ। সভায় বক্তারা বলেন, যক্ষ্মা একটি জীবানু ঘটিত সংক্রামক রোগ, নিয়মিত, পরিমিত ও ক্রমাগত চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভাল হয়। যক্ষ্মা রোগ নির্মুলে সবাইকে সচেতন থাকতে হবে। এ রোগের প্রাদুর্ভাবে কেউ আক্রান্ত হলে লক্ষণ সমুহ জেনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পাঠাতে হবে। যক্ষ্মা রোগের সকল ঔষধ ও চিকিৎসা ব্যয়ে বিনামূল্যে করা হয়। এটা সবাইকে জানাতে হবে, তাহলে আমরা যক্ষ্মারোগ কে নির্মুল করতে পারবো। সভায় এনজিও সংস্থা সীমান্তিকের নতুন দিনের কর্মকর্তারা বলেন ইউএসআইডি যক্ষ্মা রোগে অর্থায়ন, এসএমসি পরিচালনায় মিশ্ড এর বাস্তবায়নে কানাইঘাটে যক্ষারোগের পরিসংখ্যান তোলে ধরে বলেন তারা মাঠ পর্যায়ে সব ধরনের চিকিৎসায় যক্ষ্মা রোগীদের বিনা মূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়