Wednesday, March 14

তাসকিনের পরিবর্তে একাদশে রনি

rony20170514182823.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক:
আজ বুধবার নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের তৃতীয় ম্যাচে একাদশে বোলিং বিভাগে পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আজকের একাদশে তাসকিনের পরিবর্তে দেখা যাবে বিপিএল মাতানো তারকা আবু হায়দার রনি।

পেসার তাসকিন আহমেদের জায়গায় রনির অন্তর্ভুক্তির বিষয়টি একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানায় জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

অবশেষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ সময়ে খুব বাজে ভাবে রান আউট হন সাব্বির। তারপরেও আজ তাকে রাখা হবে একাদশে। কারণ হলো আন্তর্জাতিক অভিজ্ঞতা। ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে লড়তে হলে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাই সাব্বিরের বদলে নতুন কাউকে দলে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

--- বিডিলাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়