নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা শিক্ষা অফিস ‘মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে র্যালি বের করে।
মঙ্গলবার (৬ মার্চ) দুপুর ২টায় কানাইঘাট উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে প্রাথমিক শিক্ষা অফিসে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন- উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, গোপাল চন্দ্র সূত্রধর, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান।
উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে আহমদ হোসেন, শাহাব উদ্দিন, আলিম উদ্দিন, সহকারী শিক্ষক খাজা আজির উদ্দিন, কবির আহমদ, রশিদ আহমদ, বশির আহমদ, উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী রুবেল আহমদ সহ প্রায় দু’শতাধিক ছাত্র-ছাত্রী।
এর আগে দেশব্যাপী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক অধিদপ্তরের এই কর্মসূচীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়