Monday, March 5

কানাইঘাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক:
রেস্টুরেন্টে চায়ের কাপের ময়লাকে কেন্দ্র করে কানাইঘাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে  একটি রেস্টুরেন্ট । সোমবার রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা  জানান , কানাইঘাট বাজারের নাইম এন্ড ফাহিম রেস্টুরেন্টে চায়ের কাপের ময়লা নিয়ে নন্দিরাই গ্রামের  আব্দুল মালিকের  সাথে রেস্টুরেন্টের  বয়ের কথা কাটাকাটি হয়।  কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ প্রতিরোধ করতে গিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেনসহ হোটেলের আরো কয়েকজন কর্মচারী আহত হন।  এসময় পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় উভয় পক্ষ ব্যাপক ইট -পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ বাজারে ছুটে এসে লাঠিচার্জ করে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বাজারে এসে সবাইকে  বুঝিয়ে যারা যার অবস্থানে চলে যাওয়ার নির্দেশ দেন। এদিকে ঘটনার পর থেকে বাজারে উত্তেজনা বিরাজ করছে।  বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়