নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার চোরাচালান প্রতিরোধ এবং এলাকায় জনমনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি র্কমকর্তা, জনপ্রতিনিধি সহ কমিটির সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। আইন শৃঙখলা কমিটির সভায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও হাঠ বাজারগুলোর যানজট নিরসনের উপর গুরুত্ব দেওয়া হয়। সেই সাথে গাছবাড়ী আগফৌদ নারাইনপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্লাপাল্টি সংঘাত নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনিক ভাবে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবী জানান আইন শঙ্খলা কমিটির কয়েক জন সদস্য। সভায় থানার ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া জানান উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। গত মাসে একটি হত্যা মামলাসহ ১৮টি মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় লোভাছড়া ও সুরাইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমন্ডাররা চোরাচালান প্রতিরোধে বিজিবি জোয়ানরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বলে জানান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। এছাড়া সোমবার পৃথক ভাবে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, যৌতুক নিরোধ কমিটি, নারী ও শিশু পাচার রোধ কমিটি ও কৃষি ঋণ কমিটি এবং এনজিও বিষয়ক মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়