নিজস্ব প্রতিবেদক:
সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বুধবার কানাইঘাট থানা পুলিশ মন্তাজ আলী (৩৫) নামে এক ব্যাটারী চালিত রিক্সাচালককে গ্রেপ্তার করেছে । শিশু ধর্ষণের চেষ্টাকারী নরপশু মন্তাজ আলীর প্রতি ধিক্কার জানাচ্ছেন এলাকাবাসী। থানা জেল হাজতে থাকা মন্তাজ আলী স্থানীয় সাংবাদিকদের কাছে নিজের দোষ স্বীকার করে বলে- সে শিশু কন্যাটিকে ধর্ষণের জন্য চেষ্টা করেছিল।
পুলিশ সূত্র ও শিশুটির স্বজনদের কাছ থেকে জানা যায়- কানাইঘাট বড়চতুল ইউপির রায়পুর গ্রামের মৃত ছাত্তার আলীর পুত্র রিক্সাচালক মন্তাজ আলী বুধবার বিকেল ৪টার দিকে সবার অগোচরে বসত ঘরে তারই পার্শ্ববর্তী বাড়ীর সাড়ে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি রক্তাক্ত জখম হয়। শিশুটির স্বজনরা রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে সিলেট সিওমেক হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক কানাইঘাট থানার এসআই বশির আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির ধর্ষণের চেষ্টাকারী মন্তাজ আলীকে বিকেল সাড়ে ৫টার দিকে চতুল ঈদগাহ বাজার থেকে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তার করেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন- গ্রেপ্তারকৃত মন্তাজ আলীর ৬ বছরের এক ছেলে ও ৩ বছরের এক মেয়ে রয়েছে। সে অনুমান ৬ মাস পূর্বে স্ত্রীকে তালাক দেয়। তালাকপ্রাপ্ত স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে তার পিত্রালয়ে থাকেন।
থানার এসআই বশির আহমদ জানিয়েছেন- সাড়ে ৫ বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার সাথে জড়িত মন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম শিশুটিকে সিওমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
এব্যাপারে তদন্তপূর্বক আটক মন্তাজ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহ করা হবে বলেও তিনি জানান
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়