Friday, March 30

কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে আইন শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির মমতাজগঞ্জ বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আইনশৃংখলা সংক্রান্ত এক সচেতনতা মূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদের সভাপতিত্বে ও নাজিম উদ্দিনের পরিচালনায় উক্ত জনসভায় বক্তব্য রাখেন, কানাইঘাট থানার এসআই ইসমাইল হোসেন, কানাইঘাট ডনা বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার মতিউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুদ্দীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী, ইউ.পি সদস্য সামছুল ইসলাম, মজির উদ্দিন, মাস্টার আনোয়ারুল হক, সাবেক ইউ.পি সদস্য মস্তাক আহমদ, আবুল কালাম, জাহাঙ্গীর চৌধুরী, মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ। শত শত মানুষের উপস্থিতিতে জনসভায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় চুরি,ডাকাতি চোরাচালান ও অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানানো হয়। সেই সাথে জনসভায় রাত ১১টার পর মমতাজগঞ্জ বাজারের দোকানপাট ও এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। থানার এসআই ইসমাইল হোসেন এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে চিহ্নিত ডাকাত-চোর ও অপরাধীদের তালিকা থানা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীকে প্রদানের জন্য আহবান জানান। জনসভায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন চৌধুরীর বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়