নিজস্ব প্রতিবেদক:
জৈন্তাপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে হরিপুর মাদ্রাসার ছাত্র মুজম্মিল আলীর খুনিদের ফাঁসির দাবীতে এবং মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উপর হামলাকারী বেদায়াতীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বাদ জুমআ সর্বস্থরের তৌহিদী জনতার ব্যানারে কানাইঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। মিছিল পরবর্তী বাজার ত্রিমোহনী পয়েন্টে কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার নাইবে শায়খুল হাদীস আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরীর সভাপতিত্বে ও মোঃ জুনেদ শামসীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওঃ হারুনুর রশীদ চতুলী। বক্তব্য রাখেন, কে.এম আব্দুল্লাহ শাকির, মাও. এবাদ উদ্দিন, মাও. হারিছ উদ্দিন, মাও. বদরুল ইসলাম আল ফারুক, গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন হাফিয নজির আহমদ, হাফিয রিয়াজ, ছাত্রনেতা আসাদ আহমদ, মাও. ফয়েজ উদ্দিন, গোলাম কিবরিয়া, মাও. আব্দুল আজিজ, হাফিজ. তারিক, মোহাম্মদ আলী, রায়হান, হাফিজ শহর উল্লাহ প্রমুখ। সিলেটের জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্র শহীদ মুজাম্মিল হককে হত্যা সহ ছাত্র-শিক্ষকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পথসভায় বক্তারা অবিলম্বে খুনী ও বেদায়াতীদের মদদ দাতাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। তা না হলে আগামীতে দেশবাসীকে নিয়ে আলেম উলামাগণ কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলে হুঁশিয়ারী উচ্চারন করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়