নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বর্ডার গার্ড ৪১ ব্যাটালিয়নের উদ্যোগে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির সুবিধা বঞ্চিত দরিদ্র জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় লোভাছড়া বিজিবি ক্যাম্পের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফ. কর্ণেল আবু জাহার আল জাহিদ। বিজিবির কানাইঘাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম ও লোভাছড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মামুন রশিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রাসেল আহমদ, সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী কামাল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগন দিনব্যাপী এলাকার ৫১০ জন দরিদ্র অসহায় মানুষকে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ৪১ ব্যাটলিয়নের অধিনায়ক আবু জাহার আল জাহিদ বলেন আর্থ-মানবতার সেবায় বিজিবি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জোয়ানরা সীমান্তবর্তী এলাকায় অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে থাকেন। সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে বিজিবি অত্যন্ত আন্তরিক। তিনি সীমান্তবর্তী এলাকার চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়