নিজস্ব প্রতিবেদক:
হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মুজ্জাম্মিল হকের খুনিদের ফাঁসি ও আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কানাইঘাট উত্তর বাজারে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর জৈন্তিয়ার কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হয়। কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল ঈমান আক্বিদা
সংরক্ষণ কমিটি কানাইঘাটের সভাপতি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিছ শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী ও মাওলানা এবাদুর রহমানের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী সহ সিলেটের শীর্ষ স্থানীয় আলিম উলামা তাদের বক্তব্যে বলেন, বৃহত্তর জৈন্তার মাটি আলিম উলামাদের ঘাটি, এই জনপদে জন্ম গ্রহণ করেছেন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) আল্লামা শায়খ আব্দুল্লাহ হরিপুরী (রহ.), আল্লামা আকুনী (রহ.) সহ অসংখ্য উলামায়ে কেরাম। এখানে কোন বেদআতী, ভন্ড ও মাজার পূঁজারীদের স্থান নেই। ভন্ডদের বিরুদ্ধে সিলেটের ধর্মপ্রান মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলা হবে। বক্তারা বলেন, বেদআতী ও মাজার পূঁজারীরা অত্যন্ত পরিকল্পিত ভাবে মাদ্রাসার শিক্ষার্থী শহীদ মুজ্জাম্মিল হককে হত্যা সহ আলেম উলামাদের উপর হামলা করেছে। মুজ্জাম্মিল হকের হত্যাকারীরা জামিনে বেরিয়ে এসে এলাকায় উল্লাস প্রকাশ করছে, খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। অপরদিকে আলেম উলামাদের বিরুদ্ধে তাদের বাসায় মিথ্যা মামলা হয়রানী করা হচ্ছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে আলেম উলামারা রাজপথে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। মাদ্রাসা শিক্ষার্থীর খুনিদের ফাঁসির দাবি জানিয়ে আলেম উলামারা বলেন কোন ষড়যন্ত্র করে এ বিচার কেউ থামাতে পারবে না। সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, আলেম উলামাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। মাজার পূঁজারীর বেদআতীদের প্রশাসন আশ্রয় প্রশয় দিলে এর পরিনাম অত্যন্ত ভয়াভহ হবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা মুহিবুল হক, আল্লামা সামছুদ্দীন দূর্লভপুরী, রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, মাও. মুস্তাক আহমদ খান, সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় মহা সচিব মাও. হিলাল আহমদ, মাও. হারুনুর রশীদ, মাও. আব্দুল জব্বার, কানাইঘাট ৫নং বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাও. আবুল হোসাইন, মাও. আব্দুল মালিক, মাও. আজমত উল্লাহ মাও. আলিম উদ্দিন, মাও. মইন উদ্দিন, মাও. খালিদ সাইফুল্লাহ, মাও. গোলাম ওয়াহিদ, মাও. এবাদুর রহমান, মাও. জয়নাল আবেদীন, মাও. আব্দুস শাকির, মাও. নজির আহমদ, মাও. হারিছ উদ্দিন, ক্বারী মাও.মাসুক আহমদ, মাও. বদরুল ইসলাম আল ফারুক, পৌর কাউন্সিলর শরীফুল হক, কাউন্সিলর আবিদুর রহমান, ছাত্র নেতা আসাদ আহমদ, গোলাম কিবরিয়া, জুনায়েদ সামছি, মারুফ আহমদ, মাও. আব্দুর রশীদ, মাও. আহমদ বিল্লা, মাও. কাওছার আহমদ, মাও. আহমদ আলী, মাও. হাবিবে রব্বানী প্রমুখ।
সংরক্ষণ কমিটি কানাইঘাটের সভাপতি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিছ শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী ও মাওলানা এবাদুর রহমানের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী সহ সিলেটের শীর্ষ স্থানীয় আলিম উলামা তাদের বক্তব্যে বলেন, বৃহত্তর জৈন্তার মাটি আলিম উলামাদের ঘাটি, এই জনপদে জন্ম গ্রহণ করেছেন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) আল্লামা শায়খ আব্দুল্লাহ হরিপুরী (রহ.), আল্লামা আকুনী (রহ.) সহ অসংখ্য উলামায়ে কেরাম। এখানে কোন বেদআতী, ভন্ড ও মাজার পূঁজারীদের স্থান নেই। ভন্ডদের বিরুদ্ধে সিলেটের ধর্মপ্রান মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলা হবে। বক্তারা বলেন, বেদআতী ও মাজার পূঁজারীরা অত্যন্ত পরিকল্পিত ভাবে মাদ্রাসার শিক্ষার্থী শহীদ মুজ্জাম্মিল হককে হত্যা সহ আলেম উলামাদের উপর হামলা করেছে। মুজ্জাম্মিল হকের হত্যাকারীরা জামিনে বেরিয়ে এসে এলাকায় উল্লাস প্রকাশ করছে, খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। অপরদিকে আলেম উলামাদের বিরুদ্ধে তাদের বাসায় মিথ্যা মামলা হয়রানী করা হচ্ছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে আলেম উলামারা রাজপথে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। মাদ্রাসা শিক্ষার্থীর খুনিদের ফাঁসির দাবি জানিয়ে আলেম উলামারা বলেন কোন ষড়যন্ত্র করে এ বিচার কেউ থামাতে পারবে না। সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, আলেম উলামাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। মাজার পূঁজারীর বেদআতীদের প্রশাসন আশ্রয় প্রশয় দিলে এর পরিনাম অত্যন্ত ভয়াভহ হবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা মুহিবুল হক, আল্লামা সামছুদ্দীন দূর্লভপুরী, রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, মাও. মুস্তাক আহমদ খান, সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় মহা সচিব মাও. হিলাল আহমদ, মাও. হারুনুর রশীদ, মাও. আব্দুল জব্বার, কানাইঘাট ৫নং বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাও. আবুল হোসাইন, মাও. আব্দুল মালিক, মাও. আজমত উল্লাহ মাও. আলিম উদ্দিন, মাও. মইন উদ্দিন, মাও. খালিদ সাইফুল্লাহ, মাও. গোলাম ওয়াহিদ, মাও. এবাদুর রহমান, মাও. জয়নাল আবেদীন, মাও. আব্দুস শাকির, মাও. নজির আহমদ, মাও. হারিছ উদ্দিন, ক্বারী মাও.মাসুক আহমদ, মাও. বদরুল ইসলাম আল ফারুক, পৌর কাউন্সিলর শরীফুল হক, কাউন্সিলর আবিদুর রহমান, ছাত্র নেতা আসাদ আহমদ, গোলাম কিবরিয়া, জুনায়েদ সামছি, মারুফ আহমদ, মাও. আব্দুর রশীদ, মাও. আহমদ বিল্লা, মাও. কাওছার আহমদ, মাও. আহমদ আলী, মাও. হাবিবে রব্বানী প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়