নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওয়াতায় মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা কম্পিউটার কোর্সের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, যুব উন্নয়ন অফিসের সি,এস আব্দুল আউয়াল, সি.সি.টি ফজলুর রহমান মজুমদার, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,কম্পিউটার প্রশিক্ষক জামিল মজুমদার। কম্পিউটার প্রশিক্ষনার্থীদের বক্তব্য রাখেন, মামুন রশিদ রাজু, সাজেদা আক্তার, ইমরান আহমদ, বীথি মালাকার সহ যুব উন্নয়ন অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। ভ্রাম্যমান কম্পিউটার কোর্সে ৪০ জন শিক্ষার্থীকে মাস ব্যাপী কম্পিউটারের বিভিন্ন বেসিক কোর্সের উপর প্রশিক্ষন দিয়ে তাদেরকে দক্ষ মানব সম্পদে গড়ে তোলা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়