Friday, March 30

কানাইঘাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

নিজস্ব্ প্রতিবেদক: “বন্ধ হলে দূর্নীতি উন্নয়নে আসবে গতি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দূর্নীতি বিরোধী সপ্তাহ ২০১৮ উপলক্ষে কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরে মানববন্ধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহিউদ্দিনের সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় কানাইঘাট পাবলিক হাই স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ কানাইঘাট মহিলা কলেজ গভর্নিং বডির
সভাপতি আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পাবলিক হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রহিম উদ্দিন ভরসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইয়াহিয়া, মহিলা কলেজ গভর্নিং বডির সদস্য ডাক্তার মইনুল হক, যুবনেতা জুনেদ হাসান জিবান, ইলিয়াছ আলী। বক্তব্য রাখেন পাবলিক স্কুলের সহকারী শিক্ষক মিঠুন চৌধুরী, মাস্টার জাকারিয়া, শিক্ষার্থী মাহবুবুল আলম, শামীম আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল অন্তরায় হচ্ছে দূর্নীতি। পরিবার, সমাজ ও রাষ্ট্রের উচ্চ পর্যায়ে দূর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে। সভায় দূর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে দূর্নীতি বিরোধী রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়