নিজস্ব প্রতিবেদক:
‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় প্রশাসনের কর্মকর্তা, সুধীজনদের অংশ গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে পাট দিবসের র্যালি বের হয়। পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সবাইকে পাটজাত পূণ্য ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পাট চাষে কৃষকদের উদ্দীপনা দেওয়ার জন্য আহবান জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, এসিল্যান্ড লুসিকান্ত হাজং, থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া, পৌর আ.লীগের আহবায়ক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
খবর বিভাগঃ
কৃষি বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়