নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে পলাতক স্বামী ইব্রাহিম আলী ইমনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ‘সিলেট র্যাব-৯’ এর একটি দল নগরীর শাহী ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অভিযুক্ত ইব্রাহিম আলীকে কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব।
গত (১৭ ফেব্রুয়ারি ) উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামে স্বামীর হাতে খুন হন গৃহবধূ জাহানারা বেগম। এ ঘটনার পরদিন (১৮ ফেব্রুয়ারি) নিহত জাহানারা বেগমের মা সফিনা বেগম বাদী হয়ে ইব্রাহিম আলী ইমনকে অভিযুক্ত করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেণ। এদিকে ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত স্বামী ইব্রাহিম আলী ইমন।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ইব্রাহীম আলী ইমনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আজ শনিবার গ্রেপ্তারকৃত ইব্রাহিম আলী ইমনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়