Friday, March 2

কানাইঘাট পাথর কোয়ারিতে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৬টি লিষ্টার মেশিন ধ্বংস ও ২টি পাথর উত্তোলনের বারকি নৌকা আংশিক পুড়ানোসহ ২জনকে আটকের পর মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কোয়ারিতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ও কোয়ারিতে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্টেট ইবতিজা হাসান অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে এসব যন্ত্রপাতি ধ্বংস এবং পুড়ানো এবং কোয়ারির সংলগ্ন হারিছ চৌধুরী একাডেমীর সামনে থেকে যান্ত্রিক চালিত বাহন দিয়ে পাথর উত্তোলনের দায়ে ২ পাথর শ্রমিককে আটকের পর রাতে বৃৃহস্পতিবার মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা কোয়ারির বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভবিষ্যতে সেখানে যাতে করে আর কোন প্রাণহানী ও দূর্ঘটনা না ঘটে এ জন্য ইজারার শর্ত মেনে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের পাথর উত্তোলনের নির্দেশ দেন। অভিযানের সময় কানাইঘাট থানা পুলিশের এসআই পান্না লাল দেব সহ একদল পুলিশও ছিল। ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং জানিয়েছেন, কোয়ারিতে পরিবেশ বিধ্বংসী কোন ধরনের কর্মকান্ড যাতে করে কেউ করতে না পারে এজন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তিনি আরো বলেন, কোয়ারির পাশে অবস্থিত হারিছ চৌধুরী একাডেমীর পাশ থেকে কেউ যেন যান্ত্রিক পদ্ধিতে পাথর উত্তোলন করতে না পারে এ জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল চলাকালীন সময়ে যান্ত্রিক পদ্ধতিতে সেখান থেকে পাথর উত্তোলনের কারনে শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে। ভবিষ্যতে স্কুলের সামনে থেকে পাথর উত্তোলন ও কেউ পাথর মওজুদ করে রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়