Thursday, March 8

কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার পরিচালনায় মাসিক সাধারণ সভায় উপজেলা চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড সচ্ছতার সহিত বাস্তবায়ন এবং সরকারের প্রদত্ব সবধরনের সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে কাজ করার জন্য উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সকলের প্রতি আহবান জানান। সেই সাথে সভায় আগামী ১৭মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সহ ৯ ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং কমিটির সদস্যবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়