নিজস্ব প্রতিবেদক:
“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ পতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। সহকারী (ভূমি) কর্মকর্তা লুসিকান্ত হাজং এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট কলেজের সহকারী অধ্যাপক মঈনুল হক চৌধুরী, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও সুধীজনদের উপস্থিতিতে মেলা উদ্বোধন পরবর্তী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনকারী ষ্টলগুলো ঘুরে দেখেন তানিয়া সুলতানা সহ অতিথিবৃন্দ। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর জ্ঞান অর্জনের অপর গুরুত্ব দিয়ে বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানের বিকাশ মানুষকে আলোকিত করে। বিজ্ঞান নির্ভর শিক্ষা অর্জন করে আগামীতে দক্ষ মানব সম্পদে পরিণত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়