কানাইঘাট মহিলা কলেজের প্রভাষক মোঃ শামীম আহমদ শিক্ষার ডিজিটাল রূপান্তরে সফল ভাবে কাজ করায় রিওয়ার্ড পুরষ্কারে ভূষিত হয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা আগারগাঁও এলজিইডি ভবনে “বিজয় নেটিজেন” এর আয়োজনে শিক্ষার ডিজিটাল রূপান্তর সম্মেলনে সারাদেশে শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিশেষ অবদানের জন্য ১২ জন বিজয়ীর মধ্যে মোঃ শামীম আহমদ রিওয়ার্ড পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার তার হাতে রিওয়ার্ড পুরষ্কার তোলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে মহা পরিচালক, প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রসঙ্গত যে, রিওয়ার্ড প্রাপ্ত প্রভাষক শামীম আহমদ একজন সফল আই.টি উদ্যোক্তা ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়