নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন । দিবসের সূচনা লগ্নে ভোরে শহীদ মিনারে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে পুস্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য বাবুল আহমদ। এছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন সরকারী অনুষ্ঠান সহ সামাজিক ও পেশাজীবি সংগঠনের আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ যোগদান করেন। জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দের কাছ থেকে উপজেলা প্রশাসন কর্তৃক প্রদান প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ক্লাব নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়