নিজস্ব প্রতিবেদক:
স্বল্পোন্নত দেশের গ্রুপ (এলডিসি) থেকে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জন করায় সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশাসন চত্তর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, পৌর মেয়র নিজাম উদ্দিন, আ.লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সুধীজন পৃথক ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়