Wednesday, March 7

কানাইঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই  মার্চ পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও দিনব্যাপী ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়েছে। ইউএনও তানিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় ৭ই মার্চের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তোলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, এসিল্যান্ড লুসিকান্ত হাজং, থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া, পৌর আ.লীগের আহবায়ক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সেলিম চৌধুরী ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রুমানসহ সরকারি কর্মকর্তা এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া ৭ই মার্চ উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সামাজিক পেশাজীবি সংগঠন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়