Friday, March 2

কানাইঘাটে ট্রলি উল্টে নিহত ১ ! আহত ৩

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে ট্রলি গাড়ীর নিচে চাপা পড়ে সাদ উল্লাহ (২২) নামে এক শ্রমিকের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যুসহ আরো ৩ শ্রমিক গুরুতর আহতের খবর পাওয়া গেছে।  শুক্রবার রাত অনুমান ৭টার দিকে বড়চতুল ইউ.পির কাজির পাতন গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ট্রলি চালক আলমাছ উদ্দিন (২৫), ৩/৪ জন মাটি কাটার শ্রমিকদের নিয়ে ট্রলি চালিয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে চতুল বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে চলন্ত ট্রলির সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির এক বাইক চালককে বাঁচাতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে ট্রলি গাড়ীতে থাকা কাজির পাতন গ্রামের আবুল হোসেনের পুত্র সাদ উল্লাহ গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত ৩জনকে সিলেট সিওমেক হাসপাতালে স্থানীয় লোকজন উদ্ধার করে পাঠিয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের এসআই স্বপন চন্দ্র একদল পুলিশ নিয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়