কানাইঘাট নিউজ ডেস্ক :
প্রতি বছরের মত
এবারো শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করল বিশ্ববিখ্যাত ফোর্বস
ম্যাগাজিন। বিশ্বের বিলিয়ন ডলার সম্পদের অধিক সকলের তালিকা করে থাকে এই
ম্যাগাজিন। এবার এই তালিকায় যোগ হয়েছে ২৫৯ জনের নাম।
বিশ্বের ৭২ টি ভিন্ন দেশ থেকে এই ২২০৮ জনের তালিকার মধ্যে শীর্ষে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। এই তালিকায় সকলের সম্মিলিত অর্থ হচ্ছে ৯.১ ট্রিলিয়ন ডলার, যা গত বছর থেকে ১৮ শতাংশ বেশি। প্রতিটি মানুষের গড় হচ্ছে ৪.১ বিলিয়ন ডলার, যা গত বছর থেকে অনেক বেশি।
এই তালিকার মধ্যে অধিকাংশই মার্কিন নাগরিক। ফোর্বসের তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৮৫ জন ধনকুব রয়েছেন। চীনে রয়েছে ৩৭৩ জন ধনকুব।
চলুন দেখে আসা যাক এই তালিকায় থাকা শীর্ষ দশ ধনকুবদেরকে-
১। জেফ বেজোস:
তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত অনলাইন স্টোর অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১১২ বিলিয়ন মার্কিন ডলার।
২। বিল গেটস:
তিনি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং সিইও। তার সম্পত্তির মূল্য ৯০ বিলিয়ন ডলার।
৩। ওয়ারেন বাফেট:
তিনি হচ্ছেন বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও এবং বিশ্বখ্যাত বিনিয়োগকারী। ৮৭ বছর বয়সী এই ধনকুবের সম্পত্তির মূল্য ৮৬ বিলিয়ন ডলার।
৪। বার্নার্ড আর্নল্ড:
তিনি হলেন বিশ্বের সর্ববৃহৎ বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলভিএমএইচের চেয়ারম্যান এবং সিইও। ইউরোপের শীর্ষ এই ধনকুবের সম্পত্তির মূল্য হচ্ছে ৭২.২ বিলিয়ন ডলার।
৫। মার্ক জাকারবার্গ:
ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ রয়েছেন শীর্ষ পাঁচে। তার নিট মূল্য হচ্ছে ৭১ বিলিয়ন ডলার।
৬। আমানসিও ওর্তেগা:
ষষ্ঠ স্থানে রয়েছেন স্পেনের শিল্পপতি আমানসিও ওর্তেগা। তার সম্পদের মূল্য ৭০ বিলিয়ন ডলার।
৭। কার্লস স্লিম:
মেক্সিকান এই ধনকুব রয়েছেন সপ্তম স্থানে। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটানা শীর্ষ ধনী এই ব্যক্তির সম্পদের মূল্য হচ্ছে ৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার।
৮। চার্লস কোচ:
কোচ ইন্ডাস্ট্রিজের মালিক চার্লস কোচ রয়েছেন অষ্টম স্থানে। তার সম্পদের মূল্য ৬০ বিলিয়ন ডলার।
৯। ডেভিড কোচ:
কোচ ইন্ডাস্ট্রিজের আরেক মালিক এবং চার্লস কোচের ভাই ডেভিড কোচ রয়েছেন নবম স্থানে। তার ভাইয়ের মতই তার সম্পদের মূল্যও ৬০ বিলিয়ন ডলার।
১০। ল্যারি এলিসন:
দশম স্থান দখল করে রেখেছেন ওরাকেলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। এই মার্কিন ধনকুবের সম্পদের মূল্য হচ্ছে ৫৮.৫ বিলিয়ন ডলার।
সূত্র: ফোর্বস
বিশ্বের ৭২ টি ভিন্ন দেশ থেকে এই ২২০৮ জনের তালিকার মধ্যে শীর্ষে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। এই তালিকায় সকলের সম্মিলিত অর্থ হচ্ছে ৯.১ ট্রিলিয়ন ডলার, যা গত বছর থেকে ১৮ শতাংশ বেশি। প্রতিটি মানুষের গড় হচ্ছে ৪.১ বিলিয়ন ডলার, যা গত বছর থেকে অনেক বেশি।
এই তালিকার মধ্যে অধিকাংশই মার্কিন নাগরিক। ফোর্বসের তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৮৫ জন ধনকুব রয়েছেন। চীনে রয়েছে ৩৭৩ জন ধনকুব।
চলুন দেখে আসা যাক এই তালিকায় থাকা শীর্ষ দশ ধনকুবদেরকে-
১। জেফ বেজোস:
তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত অনলাইন স্টোর অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১১২ বিলিয়ন মার্কিন ডলার।
২। বিল গেটস:
তিনি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং সিইও। তার সম্পত্তির মূল্য ৯০ বিলিয়ন ডলার।
৩। ওয়ারেন বাফেট:
তিনি হচ্ছেন বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও এবং বিশ্বখ্যাত বিনিয়োগকারী। ৮৭ বছর বয়সী এই ধনকুবের সম্পত্তির মূল্য ৮৬ বিলিয়ন ডলার।
৪। বার্নার্ড আর্নল্ড:
তিনি হলেন বিশ্বের সর্ববৃহৎ বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলভিএমএইচের চেয়ারম্যান এবং সিইও। ইউরোপের শীর্ষ এই ধনকুবের সম্পত্তির মূল্য হচ্ছে ৭২.২ বিলিয়ন ডলার।
৫। মার্ক জাকারবার্গ:
ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ রয়েছেন শীর্ষ পাঁচে। তার নিট মূল্য হচ্ছে ৭১ বিলিয়ন ডলার।
৬। আমানসিও ওর্তেগা:
ষষ্ঠ স্থানে রয়েছেন স্পেনের শিল্পপতি আমানসিও ওর্তেগা। তার সম্পদের মূল্য ৭০ বিলিয়ন ডলার।
৭। কার্লস স্লিম:
মেক্সিকান এই ধনকুব রয়েছেন সপ্তম স্থানে। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটানা শীর্ষ ধনী এই ব্যক্তির সম্পদের মূল্য হচ্ছে ৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার।
৮। চার্লস কোচ:
কোচ ইন্ডাস্ট্রিজের মালিক চার্লস কোচ রয়েছেন অষ্টম স্থানে। তার সম্পদের মূল্য ৬০ বিলিয়ন ডলার।
৯। ডেভিড কোচ:
কোচ ইন্ডাস্ট্রিজের আরেক মালিক এবং চার্লস কোচের ভাই ডেভিড কোচ রয়েছেন নবম স্থানে। তার ভাইয়ের মতই তার সম্পদের মূল্যও ৬০ বিলিয়ন ডলার।
১০। ল্যারি এলিসন:
দশম স্থান দখল করে রেখেছেন ওরাকেলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। এই মার্কিন ধনকুবের সম্পদের মূল্য হচ্ছে ৫৮.৫ বিলিয়ন ডলার।
সূত্র: ফোর্বস
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়