Monday, March 26

কানাইঘাট থেকে ৬দিন ধরে এন.এস.পি কর্মী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ছোটদেশ নয়াবাজারের চাঁদশী ফার্মেসীর মালিক বরিশাল জেলার উজিরপুর উপজেলার মালিকান্দা গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক ভূবন মোহন মন্ডলের স্ত্রী চাকুরিজীবী মিতু বাড়ৈই মাধবী (২৭) ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বামী ভূবন মোহন মন্ডল গত রবিবার স্ত্রী নিখোঁজের ঘটনায় কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি আবেদন করেছেন। জানা যায়, ভূবন মোহন মন্ডলের কানাইঘাট নয়াবাজারে একটি ফার্মেসী রয়েছে। মাধবী ন্যাশনাল সার্ভিসের আওতায় ছোটদেশ কমিউনিটি ক্লিনিকে চাকুরি করেন। তিনি তার স্ত্রী মিতু বাড়ৈই মাধবীকে নিয়ে দীর্ঘদিন ধরে ছোটদেশ গ্রামের কামাল উদ্দিনের বাড়ীতে বাড়াটিয়া হিসাবে থাকেন। তাদের কোন সন্তান নেই। গত ৩মার্চ স্ত্রীকে ভাড়াটিয়া বাসায় রেখে পারিবারিক কাজে স্বামী ভূবন মোহন মন্ডল তার নিজ বাড়ী বরিশালের মালিকান্দা গ্রামে যান। সেখানে যাওয়ার পর নিয়মিত তিনি স্ত্রী মাধবীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখতেন। কিন্তু গত ২১মার্চ রাত থেকে মোবাইল ফোনে তিনি স্ত্রীর সাথে বার বার যোগাযোগ করার পর স্ত্রীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন নাম্বার বন্ধ পান তিনি। ২২ মার্চ ভূবন মোহন মন্ডল দেশের বাড়ী থেকে ছুটে এসে ভাড়াটিয়া বাসা তালাবদ্ধ দেখেন। এলাকায় অনেক খোঁজাখুঁজি করার পর অদ্যাবধি পর্যন্ত স্ত্রী মিতু বাড়ৈই মাধবীর কোন সন্ধান পাননি তিনি। পল্লী চিকিৎসক ভূবন মোহন মন্ডল জানান,তার স্ত্রী কোথায় রয়েছে সে জীবিত না মৃত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কোন  হৃদয়বান ব্যক্তি তার স্ত্রীর সন্ধান পেলে ০১৭২৮-৩৭৪৩৮৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়