নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৭নং দক্ষিন বানীগ্রাম ইউ.পির নিজ বড়দেশ দক্ষিণ গ্রামের কবরস্থানের উপর দিয়ে জায়গা দখল করে রাস্তা ও টিনসেটের ঘর নির্মাণের ঘটনায় এলাকার ধর্মপ্রান মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গ্রামের কবরস্থানের জায়গা দখল করে রাস্তা নির্মাণ ও টিন সেটের ঘর তৈরি করায় গ্রামের মৃত জওয়াদ আলীর পুত্র সিরাজ উদ্দিন (৬০) ও তার পুত্র শামীম আহমদ (২৫) কে আসামী করে কানাইঘাট থানায় গত শনিবার বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন একই গ্রামের বশির উদ্দিনের পুত্র পৈত্রিক সূত্রে জায়গার মালিক প্রবাসী মাসুক আহমদ। অভিযোগের প্রেক্ষিতে থানার এ.এস.আই খোরশেদ আলম সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। অভিযোগের বাদী মাসুক আহমদসহ এলাকার সর্বস্তরের লোকজন জানিয়েছেন কবরস্থানের জায়গা দখলকারী সিরাজ উদ্দিন এলাকায় নানা ধরনের ভূমি সংক্রান্ত জালিয়াতির ঘটনার সাথে জড়িত। তিনি কবরস্থানের মৃত ব্যক্তিদের দাফনের জায়গা দখল করে রাস্তা নির্মাণ ও টিনসেটের ঘর তৈরী করায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়