Thursday, March 1

কানাইঘাটের নারাইনপুর গ্রামে ফের উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ঝিংগাবাড়ী ইউ.পির নারাইনপুর আগফৌদ গ্রামে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়া দুই পক্ষের মধ্যে আবারো চরম উত্তেজনা বিরাজ করছে। বৃস্পতিবার বিকেল অনুমান আড়াইটার দিকে এক পক্ষের অতর্কিত হামলায় ২ যুবক গুরুতর রক্তাক্ত জখম হন। এ নিয়ে যেকোন সময় আবারো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। সম্প্রতির গ্রামের ইজমালী সম্পত্তির হিসাব নিয়ে গ্রামের বর্তমান ইউ.পি সদস্য শরীফ উদ্দিন ও আজিজুর রহমান গংদের মধ্যে পাল্টাপাল্টি কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। একপক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য চোরাগুপ্ত হামলাসহ বাড়ি ঘরে হানা দিয়ে জানমালের ক্ষতিসাধন করে যাচ্ছে। বৃহস্পতিবার গ্রামের ৭নং ব্রীজের পাশে অতর্কিত হামলায় মৃত নুরুল হকের পুত্র আবুল হোসেন (৪০), মৃত কুটি মিয়ার পুত্র সাহাব উদ্দিন (৩৫) রক্তাক্ত জখম হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় জনসাধারণ জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে যে ভাবে হামলা ও পাল্টা হামলা হচ্ছে এভাবে চলতে থাকলে যেকোন সময় লাশ পড়তে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়