Wednesday, March 14

নানা আয়োজনে পালিত পল্লীকবির ৪২তম মৃত্যুবার্ষিকী

8.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক:
আজ ১৪ মার্চ, পল্লীকবি জসীম উদদীনের ৪২তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এ দিনে কবি জসীমউদদীন মৃত্যুবরণ করেন।

দিনটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লীকবির কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে লেখা তার 'কবর' কবিতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে তিনি ব্যাপক পরিচিতি পান।

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী এ কবির লেখা বহু গ্রন্থের মধ্যে কয়েকটি হলো বেদের মেয়ে, সোজনবাদিয়ার ঘাট, নকশীকাঁথার মাঠ। এছাড়া কয়েকটি বিখ্যাত কবিতা কবর, নিমন্ত্রণ ও আসমানী কবিতা আজও পাঠক স্মরণ করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়