Tuesday, February 20

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ শণাক্ত করা হয়েছে: আইআরজিসি

10_0.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি রোববার বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ শণাক্ত করেছে। কয়েকটি হেলিকপ্টার নিয়ে আইআরজিসি ব্যাপক অনুসন্ধানের পর বিমানের ধ্বংসাবশেষ শণাক্ত করতে সক্ষম হয়।

গত রোববার ইরানের অসেমান এয়ারলাইন্সের একটি বিমান ৬৬ জন আরোহী নিয়ে রাজধানী তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাওয়ার সময় পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটির ধ্বংসাবশেষ ও যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।

বিমানটি শণাক্ত করার বিষয়ে আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা জানান, 'বিধ্বস্ত বিমানের অনুসন্ধানে ৮০টি দল তৎপর রয়েছে। এ কাজে আইআরজিসি’র চারটি হেলিকপ্টার জাগ্রোস পর্বতমালার দেনা পাহাড় এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।'

বিধ্বস্ত বিমানটির অনুসন্ধানে ইরানের বিমান বাহিনী এফ-১৪ বিমানও ওই এলাকায় তৎপরতা চালিয়েছে এবং সেনাবাহিনীর কমান্ডো ও ছত্রীসেনারা স্থলভাগে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। সূত্র: পার্সটুডে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়