Monday, February 26

এবারের জয় বাংলা কনসার্টে থাকছে ৮ ব্যান্ড

6_0.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেওয়া ঐতিহাসিক '৭ মার্চের ভাষণ'-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকবছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ‘'জয় বাংলা কনসার্ট'।

৭ মার্চ বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টটির আয়োজক ইয়াং বাংলা। তবে আগের মতো এবারের আয়োজনে নেই পুরনো ব্যান্ডের উপস্থিতি।

এ প্রজন্মের ৮টি ব্যান্ড মাতাবে আসর। অংশ নিচ্ছে আর্টসেল, চিরকুট, পাওয়ারসার্জ, লালন, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য ও নেমেসিস।

কনসার্টে ব্যান্ডগুলো তাদের নিজস্ব গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশ কিছু গান পরিবেশন করবে।

এদিকে, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়