Friday, February 23

কানাইঘাটে মেছো বাঘের চারটি ছানা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউ.পির শাহপুর গ্রামের সাবেক ইউ.পি সদস্য বশির উদ্দিনের বাড়ির পাশের খোলা মাঠ থেকে স্থানীয় জনতার হাতে ৪টি মেছো বাঘের ছানা স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে। শুক্রবার সকাল অনুমান ৭টা দিকে আড়াই মাস বয়সের এ ৪টি মেছো বাঘের ছানা আটকের পর এলাকার হাজারো মানুষ বাঘের বাচ্চাগুলি দেখার জন্য বশির উদ্দিনের বাড়ীতে ভিড় জমান। বাঘের ছানা আটকের সংবাদ পেয়ে উপজেলা বিট কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম শুক্রবার দুপুরে সেখানে গিয়ে বাচ্চাগুলি উদ্ধার করে বিট কার্যালয়ে নিয়ে আসেন। বিট কর্মকতা শহিদুল ইসলাম জানিয়েছেন, উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পি মূলাগুলের ফরেস্ট ডিপ জঙ্গলে এ ৪টি বাঘের ছানা অবমুক্ত করা হবে। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন মেছো বাঘের ছানাগুলোর মা’কে এলাকায় খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়