কানাইঘাট নিউজ ডেস্ক :
যদি প্রতিদিন
শক্ত করে কোমরে বেল্ট পরেন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যেতে পারে।
যদিও বেল্ট পরলেই সমস্যা, তা নয়। কেবল মেনে চলতে হবে সঠিক পদ্ধতি। তা হলেই
নো চিন্তা। আর সেই ব্যাপারে সম্প্রতি মুখ খুলেছেন গবেষকরা।
সম্প্রতি কোরিয়ার একদল গবেষক বেল্ট পরা নিয়ে একটি সতর্কতামূলক বার্তা দিয়েছেন। শক্ত করে বেল্ট পরলে শারীরিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তারা। শক্ত করে বেল্ট পরলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ যেমন পাকস্থলী, শিরা-ধমনী, মাংসপেশির উপরে চাপ সৃষ্টি হয়। পাশাপাশি সমস্যা দেখা দিতে পারে স্পাইরাল কর্ডেও।
শুধু তাই নয়, ওই গবেষকদের দাবি, শক্ত করে বেল্ট পরলে কমে যেতে পারে পুরুষদের স্পার্ম কাউন্টও। জানা গেছে, কোরিয়ান গবেষকদের ওই দলটি ১২ জনের উপর পরীক্ষা চালিয়েছিলেন। তাদের দাবি, মাঝে মধ্যে বেল্ট পরলে কোনো সমস্যা হবে না।
তবে প্রতিদিন যদি কেউ শক্ত করে বেল্ট পরেন তাহলে এসব সমস্যা দেখা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।
সম্প্রতি কোরিয়ার একদল গবেষক বেল্ট পরা নিয়ে একটি সতর্কতামূলক বার্তা দিয়েছেন। শক্ত করে বেল্ট পরলে শারীরিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তারা। শক্ত করে বেল্ট পরলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ যেমন পাকস্থলী, শিরা-ধমনী, মাংসপেশির উপরে চাপ সৃষ্টি হয়। পাশাপাশি সমস্যা দেখা দিতে পারে স্পাইরাল কর্ডেও।
শুধু তাই নয়, ওই গবেষকদের দাবি, শক্ত করে বেল্ট পরলে কমে যেতে পারে পুরুষদের স্পার্ম কাউন্টও। জানা গেছে, কোরিয়ান গবেষকদের ওই দলটি ১২ জনের উপর পরীক্ষা চালিয়েছিলেন। তাদের দাবি, মাঝে মধ্যে বেল্ট পরলে কোনো সমস্যা হবে না।
তবে প্রতিদিন যদি কেউ শক্ত করে বেল্ট পরেন তাহলে এসব সমস্যা দেখা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়