Friday, February 23

কানাইঘাটে আল উস্ওয়াহ জামিয়া মাদানিয়া ফুযালা পরিষদ গঠন

কানাইঘাট নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাদ যোহর কানাইঘাট ডাক বাংলাে হল রুমে কানাইঘাট উপজেলার অধিবাসী জামিয়া মাদানিয়া আঙ্গুরার ফাযিলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় "আল উস্ওয়াহ জামিয়া মাদানিয়া ফুযালা পরিষদ কানাইঘাট উপজেলা" নামে একটি সামাজিক সংস্থা গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা মাহমুদুর রহমানকে সভাপতি, মাওলানা আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক, হাফিজ মাওলানা জালাল উদ্দীনকে অর্থ সম্পাদক ও হাফিজ জামাল উদ্দীনকে প্রচার সম্পাদক করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়া আঙ্গুরার মহা পরিচালক মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দীন বলেন,আপনারা দ্বীনে ইসলামের খাদিম, সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে। দ্বীনের জন্য নিজের জান-মাল খরচ করতে হবে। নির্যাতিত-নিপিড়ীত মানুষের পাশে দাঁড়াতে হবে। সর্বপরি মানব সেবায় আপনারা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। আপনারা আশরাফুল মাখলুকাত। আপনাদের চরিত্র সুন্দর হতে হবে। আপনাদের মধ্যে থাকতে হবে উস্ওয়ায়ে হাসানা! তিনি আরও বলেন গুণিজনের সম্মান, আলীম-উলামার তা'জীম ও সর্বসাধারণের সাথে যথাযত সদাচারণ করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়