নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরে নিয়মিতো যাতায়াতকারী যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেেিত অবশেষে চালু হলো কানাইঘাট টু সিলেট গেইটলক বাস সার্ভিস। বৃহস্পতিবার কানাইঘাট উত্তরবাজার বাসস্ট্যান্ড হতে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গেইটলক বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট তামাবিল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নূর উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন লষ্কর, সহ সাধারণ সম্পাদক সেকু মিয়া, কোষাধক্ষ্য মুজিব সরকার, কানাইঘাট বানীগ্রাম ইউ.পির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাসুদ আহমদ, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, জেলা বিএনপি নেতা অধ্যাপক ফরিদ আহমদ, নুরুল হোসেন বুলবুল, কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য মুসা মিয়া, সুনা মিয়া, কবির মিয়া, কানাইঘাট বাসষ্ট্যান্ডের ম্যানেজার শ্রমিক নেতা ফিরোজ মিয়া, মনি বাবু চৌধুরী প্রমুখ। এখন থেকে প্রতিদিন কানাইঘাট উত্তর বাজার বাস স্ট্যান্ড থেকে সকাল ৮ এবং ৯টায় এবং বিকাল ৪টায় গেইটলক বাস সিলেট শহর পর্যন্ত যাতায়াত করবে। যাত্রীরা যাতে করে আরামদায়ক পরিবেশ এবং কম সময়ের মধ্যে সিলেটে যেতে পারেন, এ জন্য সিলেট তামাবিল লাইনে আধুনিক বাস সার্ভিস চালুরও ঘোষণা দেন বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বাসের সংখ্যা আরো বেশী হওয়া উচিত।
ReplyDeleteHi
ReplyDeleteComment as
ReplyDelete