Sunday, February 18

কানাইঘাট থানা পুলিশের ডাকাত বিরোধী অভিযান জোরদার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলায় সম্প্রতি জনমনে এক ধরনের ডাকাত আতংক বিরাজ করছে। কিন্তু বসে নেই কানাইঘাট থানা পুলিশ গত কয়েক দিন ধরে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে উপজেলা জুড়ে ডাকাত পাকড়াও অভিযান জোরদার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বড় ধরনের ডাকাতির প্রস্তুতিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার মহিলা কলেজের আন্দু জলমহালের পাশে ডাকাতির জড়ো হওয়া কানাইঘাটের কুখ্যাত ডাকাত এনাম ও তার বাহিনীর ৩ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লোহার শাবল আধুনিক শব্দবিহীন ডিজিটাল মেশিনসহ বিপুল পরিমান সরঞ্জামাদি সহ উদ্ধার করে পুলিশ। এছাড়া গত শুক্রবার রাতে উপজেলা সাতবাক ইউ.পিতে আন্তঃ জেলা ডাকাত দলের একটি বড় ধরনের ডাকাতির ঘটনার চেষ্টা আগে বাগে সংবাদ পেয়ে ব্যর্থ করে দিয়েছে পুলিশ। থানার ওসি আব্দুল আহাদের চৌকুশ নেতৃত্বের কারনে পুলিশ, স্থানীয় জনতার সহায়তায় ডাকাতির চেষ্টা বানচাল করা হয় বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ ও জনতার দাওয়া খেয়ে ডাকাতি করতে না পেরে এ ডাকাত দলটি গত শনিবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ডাকাতি করতে গিয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে আন্তঃ জেলা ডাকাত দলের কুখ্যাত সদস্য গোলাপগঞ্জ উপজেলার বাগলা গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র কুখ্যাত ডাকাত দুলাল আহমদ (৪০)সহ তার সহযোগী ৪ ডাকাত দেশীয় পাইপগান এবং ডাকাতির সরঞ্জাম সহ গ্রেপ্তার হয়। দুলাল ডাকাত ও তার সহযোগীদের তথ্য সিলেটের বিভিন্ন থানায় প্রেরন করেন ওসি আব্দুল আহাদ। এদিকে জনগনের জানমালের নিরাপত্তা বিধানে উপজেলার চিহ্নিত চোর ডাকাত ও অপরাধীদের তালিকা তৈরী করে তাদের গ্রেপ্তার করতে প্রতিদিন পুলিশ অভিযানের পাশাপাশি টহল ব্যবস্থা জোরদার করেছে। কুখ্যাত পেশাদার ডাকাত, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত একাধিক মামলার আসামী ডাকাত এনাম বাহিনীর প্রধান এনাম ডাকাত গ্রেপ্তার হওয়ায় এলাকায় জনমনে স্বস্থি নেমে এসেছে। কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন কুখ্যাত ডাকাত এনামসহ তার বাহিনীর ৩ সদস্যকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত শুক্রবার রাতে সাতবাক ইউ.পিতে বড় ধরনের ডাকাতির ঘটনার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। পুলিশের কঠোর তৎপরতায় এবং সকলের সহযোগিতায় কানাইঘাটে এখনো কোন ডাকাতির মতো অপরাধ সংঘটিত হয়নি। ডাকাতির ঘটনা যাতে না ঘটে এ জন্য পুলিশ কে ডাকাতদের তথ্য প্রদানসহ সবাইকে সজাগ থাকতে হবে। ডাকাতির ঘটনা প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতা মূলক তৎপরতা চালাচ্ছেন এলাকার জনপ্রতিনিধি ও সচেতন মহল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়