কানাইঘাট নিউজ ডেস্ক :
এবার ভালোবাসা দিবসে কলকাতা মাতাবেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নগর বাউল খ্যাত জেমস।
বাংলাদেশে যেমন আছে তার পাগল ভক্ত, তেমনি কলকাতার বাঙালি শ্রোতারা জেমসে রীতিমত মুগ্ধ। আর তাই আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে 'গান পিরীতি' শীর্ষক কনসার্টে জেমস ছাড়াও বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন ঐশী।
জেমসের ম্যানেজার ও গীতিকার রবিন ঠাকুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে শুধু কলকাতায় গাইবেন জেমস। এর আগে-পরে অন্য কোনো কনসার্টের সম্ভাবনা নেই দেশে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে ভারতের বেশ কয়েকটি কনসার্টে গান করবেন নগর বাউল।
কলকাতার নজরুল মঞ্চে বিকেল পাঁচটায় শ্রী ভেঙ্কটেশ প্রথমবারের মতো আয়োজন করেছে লাইভ মিউজিক্যাল কনসার্টের। কনসার্টটি চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন জেমস।
কনসার্টে কলকাতা থেকে অংশ নেবেন অনুপম রায়, ইমন চৌধুরী, রুপমের 'ফসিলস' এবং সাহানা বাজপায়ি।
কনসার্টের টিকেট পেতে শ্রোতাদের গুনতে হবে ১ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার রুপি।
বাংলাদেশে যেমন আছে তার পাগল ভক্ত, তেমনি কলকাতার বাঙালি শ্রোতারা জেমসে রীতিমত মুগ্ধ। আর তাই আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে 'গান পিরীতি' শীর্ষক কনসার্টে জেমস ছাড়াও বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন ঐশী।
জেমসের ম্যানেজার ও গীতিকার রবিন ঠাকুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে শুধু কলকাতায় গাইবেন জেমস। এর আগে-পরে অন্য কোনো কনসার্টের সম্ভাবনা নেই দেশে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে ভারতের বেশ কয়েকটি কনসার্টে গান করবেন নগর বাউল।
কলকাতার নজরুল মঞ্চে বিকেল পাঁচটায় শ্রী ভেঙ্কটেশ প্রথমবারের মতো আয়োজন করেছে লাইভ মিউজিক্যাল কনসার্টের। কনসার্টটি চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন জেমস।
কনসার্টে কলকাতা থেকে অংশ নেবেন অনুপম রায়, ইমন চৌধুরী, রুপমের 'ফসিলস' এবং সাহানা বাজপায়ি।
কনসার্টের টিকেট পেতে শ্রোতাদের গুনতে হবে ১ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার রুপি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়