নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারির একটি গভীর গর্ত থেকে পাথর উত্তোলনের সময় পাথরের চাকা ধসে পড়ে নিহত পাথর শ্রমিক ফরমান উল্লাহ (৫০) এর লাশ ময়না তদন্তের পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কানাইঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে। ফরমান উল্লাহর লাশ সিলেট সিওমেক হাসপাতালে মর্গে একদিন পড়ে থাকার পর আজ রবিবার থানার এস.আই সঞ্জিত কুমার লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করার পর লাশের ময়না তদন্ত হয়েছে। এদিকে একের পর এক লোভাছড়া পাথর কোয়ারিতে শ্রমিকদের প্রাণহানী ও দূর্ঘটনার মতো ঘটনা ঘটলেও অদ্যাবধি পর্যন্ত দায়ী পাথর খেকো চক্রের বিরুদ্ধে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় কোয়ারিতে শ্রমিকদের প্রানহানীর মতো ঘটনা রফাদফার মাধ্যমে শেষ করা হয়। যার কারণে কোয়ারিতে বেপরোয়া ভাবে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে থাকে পাথর খেকোচক্র। গত শনিবারের প্রানহানির ঘটনাটি নিহতের পরিবারের সাথে আপোষে রফাদফা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোয়ারির নিয়ন্ত্রণকারীরা। ফরমান উল্লাহ নিহতের ঘটনায় গর্তের মালিক স্থানীয় সাউদগ্রামের আনোয়ার হোসেন আনইসহ অবৈধ ভাবে পাথরের গর্তের দায়ী মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানিয়েছেন। থানার ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া জানান কোয়ারিতে গর্তে মাটি চাপা পড়ে নিহত ফরমান উল্লার লাশের ময়না তদন্ত হয়েছে। এব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ঝুকিপূর্ণ গর্ত থেকে শ্রমিকদের দিয়ে পাথর উত্তোলনের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়