Friday, February 9

হ্যাটট্রিক হলো না মোস্তাফিজের

Field-8-BG20180209163335.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২২২ রানের জবাবে ১১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ সেশনে লঙ্কানদের অলআউট করতে মরিয়া টাইগাররা

আট উইকেট হারালেও স্বস্তিতে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা অবধি তাদের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৮৭।

সবশেষ ৫৬তম ওভারে পরপর দুই বলে দিলরুয়ান পেরেরা (৭) ও আকিলা ধনাঞ্জয়াকে (০) লিটন দাসের গ্লাভসবন্দি করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন মোস্তাফিজুর রহমান। তার আগে মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি হয়ে তাইজুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন নিরোশান ডিকভেলা (১০)। সিলভা-চান্দিমাল জুটি (৫১) ভেঙে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক দিনেশ চান্দিমাল (৩০)।

ওপেনার দিমুথ করুণারত্নেকে (৩২) ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে এই টেস্টে প্রথম উইকেটের দেখা পান মিরাজ। ৯২ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। তার ৮০ রানের মাথায় দানুশকা গুনাথিলাকাকে (১৭) এলবিডব্লুর ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান।

প্রথম ব্রেকথ্রু এনে দেন আব্দুর রাজ্জাক। সপ্তম ওভারে ওপেনার কুশল মেন্ডিসকে (৭) এলবিডব্লুর ফাঁদে ফেলেন। রিভিউ নিয়েও কোনো কাজ হয়নি। দলীয় ১৯ রানে মেন্ডিসকে হারানোর পর ধনাঞ্জয়া-করুণরত্বের জুটি (৩৪) থামিয়েছেন তাইজুল ইসলাম। ক্লিন বোল্ড হন ওয়ানডাউনে নামা ধনাঞ্জয়া ডি সিলভা (২৮)।

সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়