Wednesday, February 14

বইমেলায় মাহবুব এ রহমানের "মুমু ও তার ফুলপরি বন্ধুরা"

কানাইঘাট নিউজ ডেস্ক: অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে মাহবুব এ রহমানের শিশুতোষ গল্পের বই ‘মুমু ও তার ফুলপরি বন্ধুরা’। চারটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লেখক মাহবুব এ রহমানের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে। এটি তাঁর দ্বিতীয় বই। এর আগে ২০১৬ সালের বইমেলায় ‘ফুলপাখিদের মেলা’ নামে তাঁর একটি শিশুতোষ ছড়ার বই প্রকাশিত হয়েছিল। ‘মুমু ও তার ফুলপরি বন্ধুরা’ প্রকাশ করেছে সিলেটের পাপড়ি প্রকাশ। প্রচ্ছদ করেছেন ইউসুফ কবিয়াল। ম্যাগাজিন সাইজ ১৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৫০ টাকা। পাওয়া যাবে একুশ বইমেলায় ৬১৮ নং স্টলে (পায়রা প্রকাশ) এবং সিলেটে চলমান প্রথম আলো বন্ধু সভার বইমেলায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়