কানাইঘাট নিউজ ডেস্ক :
দল পাল্টিয়ে
ব্রাজিলিয়ান তারকা নেইমার এখন পিএসজিতে। তাই নিয়মিত দেখা হওয়ার সুযোগ নেই
নেইমার ও রোনালদোর। তবে গত রাতে হয়েছিলেন। মাদ্রিদে মুখোমুখি হন বিশ্বের
সেরা এই দুই তারকা।
পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ-এর শেষ ষোলোর এ লড়াইয়ে দু’দলে তারকার অভাব ছিল না। তবে সব তারকাকে ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই তারকা। ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র।
মুখোমুখি লড়াইযে কে জিতলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। বরং গোল স্কোরই বলে দিচ্ছে সব কিছু। রিয়াল ৩, পিএসজি ১। রোনালদো ২, নেইমার। জ্বলে ওঠে দলকে জিতিয়েছেন রোনালদো। অন্যদিকে গোল তো করেনই নাই, বরং গোলের সহজ একটা সুযোগও করেছেন নেইমার নষ্ট। ম্যাচ শেষে অনেকটাই বিধ্বস্ত দেখাচ্ছিলো নেইমারকে। ব্যাপারটা বুঝতে পারেন রোনালদো। সান্ত্বনা দেন পিএসজি সুপারস্টারকে।
এই জয়ে রোনালদোর কাছে অনেকটাই ফিকে নেইমার। আগামী বছর রিয়েল মাদ্রিদে জার্সি গায়ে এই রোনালদোর পাশেই যদি খেলতে দেখা যায় নেইমারকে তা হলে নতুন লড়াইয়ের কথা ভাবতে হবে বৈকি।
পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ-এর শেষ ষোলোর এ লড়াইয়ে দু’দলে তারকার অভাব ছিল না। তবে সব তারকাকে ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই তারকা। ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র।
মুখোমুখি লড়াইযে কে জিতলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। বরং গোল স্কোরই বলে দিচ্ছে সব কিছু। রিয়াল ৩, পিএসজি ১। রোনালদো ২, নেইমার। জ্বলে ওঠে দলকে জিতিয়েছেন রোনালদো। অন্যদিকে গোল তো করেনই নাই, বরং গোলের সহজ একটা সুযোগও করেছেন নেইমার নষ্ট। ম্যাচ শেষে অনেকটাই বিধ্বস্ত দেখাচ্ছিলো নেইমারকে। ব্যাপারটা বুঝতে পারেন রোনালদো। সান্ত্বনা দেন পিএসজি সুপারস্টারকে।
এই জয়ে রোনালদোর কাছে অনেকটাই ফিকে নেইমার। আগামী বছর রিয়েল মাদ্রিদে জার্সি গায়ে এই রোনালদোর পাশেই যদি খেলতে দেখা যায় নেইমারকে তা হলে নতুন লড়াইয়ের কথা ভাবতে হবে বৈকি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়