Tuesday, February 20

কানাইঘাটের সবজির হাট

নিজস্ব প্রতিবেদক: চারিদিকে শুধু সবজি আর সবজি। এ যেন সবজি চাষীদের মিলনমেলা। দৃশ্যটি কানাইঘাট পূর্ব বাজারের। সুরমা নদীর জেগে ওঠা একটি চরে সবজি কেনাবেচার জন্য প্রতিদিন বসে হাট। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে শীতকালীন এ সবজির হাট। । সরেজমিনে গিয়ে দেখা যায়,সবজি চাষীরা কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চল থেকে নৌকাযোগে সবজি ভর্তি সারি সারি নৌকা নিয়ে হাজির হন এ হাটে। তারা উৎপাদিত
সবজিগুলো বিক্রির জন্য ভোর থেকে দুপুর পর্যন্ত ক্রেতার অপেক্ষা করেন। হাটে তোলা সবজিগুলোর মধ্যে রয়েছে মূলা,শিম,বাঁধাকপি,ওলকপি,টমেটো,লাইশাক,লাল শাক,শশাসহ বেশ কটি সবজি। এ হাট থেকে শত শত টন সবজি প্রতিদিন ট্রাকে করে চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। তবে, সবজি চাষীরা জানান, শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও যোগাযোগ ব্যবস্থা ও সবজি সংরক্ষণের অভাবে তারা নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবী কানাইঘাটে একটি হিমাগার হলে এ সবজিগুলো ১২ মাস পাওয়া যেতো এবং সবজি চাষীরাও নায্য মূল্য পেতেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়