Tuesday, February 6

মৃতদেহকে ৭০ কি.মি. টেনেহিঁচড়ে নিয়ে গেল বাস!

badda-1.gif

কানাইঘাট নিউজ ডেস্ক :
বাসের ধাক্কায় করুণ মৃত্যু, তারপর বাসের চাকায় আটকে থাকা মৃতদেহ দিয়ে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিল। এ ঘটনায় মইনুদ্দিন নামে ওই বাস চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে।

তামিলনাড়ুর কুন্নুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বাসটি। তার বাসের ধাক্কায় কারোর মৃত্যু হয়েছে বলে তিনি জানতেন না বলে দাবি করেছেন চালক মইনুদ্দিন। তিনি পুলিশকে জানান, 'ছান্নাপাতনার কাছে আমি একটা শব্দ শুনি, তখন মনে হয়েছিল, বাসের চাকার সঙ্গে কোনও পাথরের ধাক্কা লেগেছে। রেয়ার ভিউ মিররে কিছু দেখতে পাইনি।ছান্নাপাতনা থেকে বেঙ্গালুরু ৭০ কিলোমিটার দূরে।

বেঙ্গালুরুর এই ঘটনায় এখন পর্যন্ত মৃত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। মৃতদেহের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে।

রাত আড়াইটে নাগাদ বাসটি বেঙ্গালুরু পৌঁছায়। বাস ডিপোতে বাস রেখে ঘুমোতে চলে যান মইনুদ্দিন। সকাল বাসটি যখন ধোওয়া হয়, তখনই চাকায় আটকে থাকা মৃতদেহটি নজরে আসে। খবর দেয়া হয় উইলসন গার্ডেন থানার পুলিশকে। মৃতের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়